আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ || অবশেষে শপথ গ্রহণ করলেন ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। শুক্রবার সকাল ১১টায় ত্রিপুরা বিধানসভার লবীতে উনাকে শপথ বাক্য পাঠ করান বিধানসভার প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস। বৃহস্পতিবার কংগ্রেসের অন্যান্য দুই বিধায়ক শপথ নিলেও বিধায়ক সুদীপ রায় বর্মণ এদিন শপথ নিতে আসেন নি। অবশেষে তিপ্রা মথার বিধায়ক বিধায়িকাদের সাথে শুক্রবার শপথ নিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ।
এদিন শপথ গ্রহণের পর বিধানসভায় তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেব বর্মণের পাশে বসে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, ত্রিপুরা পূর্ণ রাজ্য হওয়ার পর যতগুলি নির্বাচন হয়েছে ৩৮.৯৭ শতাংশ ভোট নিয়ে কোন দল সরকার গঠন করেনি। এই প্রথমবার কোন একটি রাজনৈতিক দল এত কম শতাংশ ভোট নিয়ে সরকার গঠন করেছে।