আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ || আগামী ২৪শে মার্চ থেকে শুরু হচ্ছে ৪১’তম আগরতলা বই মেলা। চলবে ৫ই এপ্রিল পর্যন্ত। রাজধানীর হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে আগরতলা বই মেলা। এই বই মেলাকে সামনে রেখে শুক্রবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আগরতলা বই মেলা পরিচালন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভার পৌরহিত্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনারাণী সরকার, ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রেসেইন, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি চক্রবর্তী, অধিকর্তা রতন বিশ্বাস সহ বিভিন্ন প্রকাশক সংস্থা ও প্রশাসনিক আধিকারিকেরা।
এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, এবার আগরতলা বই মেলাকে কেন্দ্র করে ১৭টি পুরস্কার প্রদান করা হবে। তার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।