আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ || আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যানজট মুক্ত রাখা সহ একাধিক বিষয় নিয়ে আগরতলা পুর নিগমের কাউন্সিলিং মিটিং অনুষ্ঠিত হয়। শুক্রবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের পৌরহিত্যে কর্পোরেটার, পুর নিগমের কমিশনার এবং জোনাল চেয়ারম্যানদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব প্রমুখ।
এদিন বৈঠক শেষে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এক সাংবাদিক সম্মেলন করে বলেন, শহরে উন্নয়নমূলক যে কাজ গুলিতে পুর নিগম হাত লাগিয়েছে সেগুলি যাতে দ্রুত সম্পূর্ণ হয় সেই বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।