বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ মার্চ || গত দু’দিন আগে শান্তিরবাজারের ব্যবসায়ী সমীর দাস পরলোক গমন করেন। সমীর দাস দোকানে এসে কাজ করার সময় হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে দোকানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনার অকাল প্রয়ানে সকলে মর্মাহত। শান্তিরবাজারে যখনই কোনো ব্যবসায়ী মারা যায় শান্তিরবাজার ব্যবসায়ী কমিটির উদ্দ্যোগে প্রয়াত ব্যবসায়ীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। শনিবার সকালবেলা শান্তিরবাজারের ব্যবসায়ীদের উদ্দ্যোগে শান্তিরবাজারে প্রয়াত ব্যবসায়ী সমীর দাসের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদানে এক অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানের মধ্যদিয়ে শান্তিরবাজারের ব্যবসায়ীরা প্রয়াত ব্যবসায়ী সমীর দাসের আত্মার সৎগতী কামনার্থে কালো ফিতা পরিধান করে এক মিনিটের নিরবতা পালন করেন। নিরবতা শেষে প্রয়াত ব্যবসায়ীর প্রতি পুষ্প অর্পন করে শ্রদ্ধাঞ্জলী প্রদান করলো শান্তিরবাজারের ব্যবসায়ীরা। সকলে এই শ্রদ্ধাঞ্জলীর মাধ্যমে প্রয়াত ব্যবসায়ীর পরিবারের পাশে দাঁড়ানোর পতিশ্রুতি প্রদান করেন।