বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ মার্চ || শান্তিরবাজার মহকুমার অন্তর্গত লাউগাং এলাকায় তিন নদীর সঙ্গমস্থলে প্রত্যেক বছরের চৈত্র মাসে তিথি অনুযায়ী বারুনি মেলা হয়ে থাকে। বারুনিকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ও ভারতের বাইরে বাংলাদেশ থেকেও এই মেলায় অংশগ্রহণ করে পূর্নাথীরা পূর্ব পুরুষদের প্রতি পিন্ড দান করে অর্পন করেন। লাউগাং বারুনি মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে দোকানদাররা নিজ নিজ দোকন পাঠ নিয়ে মেলা প্রাঙ্গনে উপস্থিত হয়েছেন। এই মেলা সম্পর্কে মেলাকমিটির উদ্দ্যোগতারা জানান, আগামী রবিবার ও সোমবার দুইদিনব্যাপী চলবে এই মেলা। শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং এর হাত ধরে এই মেলার শুভ সূচনা করা হবে। মেলা কমিটি আশাবাদী অন্যান্যবছরের ন্যায় এইবছরও মেলা সুষ্ঠভাবে সম্পন্ন হবে।