আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ || রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে বনধন বিকাশ যোজনার আউটলেটের উদ্বোধন করা হয়। এই আউটলেটের মধ্য দিয়ে বনের অর্গানিক পোডাক্ট যেমন, বাঁশ করুল, আচার, পানীয় সহ বিভিন্ন খাবার সামগ্রী বিক্রি হবে।
শনিবার রাজধানীর গোর্খাবস্তিতে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা ফিতা কেটে আউটলেটের উদ্বোধন করেন।