আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ || রাজধানীর আইজিএম হাসপাতালে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শনিবার আইজিএম হাসপাতালের কর্মচারীবৃন্দ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে। উপস্থিত ছিলেন আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ দিলীপ দাস।
পাশাপাশি এদিন ৪-বড়জলা মন্ডলের উদ্যোগে আয়োজিত এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ দিলীপ দাস, ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, বিজেপি যুব মোর্চা সভাপতি নবাদল বনিক প্রমুখ।
পরবর্তী সময় উপস্থিত অতিথিরা রক্তদান শিবির পরিদর্শন করেন এবং রক্তদাতাদের উৎসাহিত করেন।