আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ || মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযানের চতুর্থ অভিযানের সূচনা হয় শনিবার। এদিম দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযানের চতুর্থ পর্যায়ের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হওয়া মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযান ইতিমধ্যে সফলভাবে তিনটি পর্যায়ের সমাপ্তি হয়েছে। শনিবার সাব্রুমের দক্ষিণী টাউন হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, শিক্ষা দপ্তর ও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে শুরু হয় চতুর্থ অভিযান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কয়েকজন ছাত্রীকে কৃমিনাশক ঔষধ খাওয়ান।
এদিন এই অভিযানের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার ১২ লক্ষ শিশুকে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযানের আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডাঃ দেবাশিষ বসু, জাতীয় স্বাস্থ্য মিশনের অ্যাডিশনাল সেক্রেটারি শুভাশিষ দাস, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. শুভাশিষ দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা সাজু বাহিদ এ, দক্ষিণ জেলার এসপি কুলবন্ত সিং, দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুব্রত দাস প্রমুখ।