বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ মার্চ || শান্তরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার কুশারঘাট এলাকায় তরুন সংঘ ক্লাবের উদ্দ্যোগে প্রতিনিয়ত নানান কর্মসূচী পালন করা হয়ে থাকে। এই ক্লাব বিগত দিনে রক্তদান শিবির, লোকজনদের আর্থিক দিক দিয়ে সাবলম্বী হিসাবে গড়ে তুলতে বিভিন্নপ্রকারের প্রশিক্ষন প্রদান, অসহায় গরীব লোকজনদের মেয়ের বিয়ের সাহায্য ও গরীব লোকজনদের চিকিৎসা পরিষেবায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মতো বিভিন্ন সামাজিক কর্মসূচী করে যাচ্ছে। এরইমধ্যে রবিবার কুশারঘাট এলাকায় তরুন সংঘের উদ্দ্যোগে জেলা ভিত্তিক ইয়ুথ নেইবারহুড পার্লামেন্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধবদাস, বিশিষ্ট সমাজসেবী চাথই মগ, তরুন সংঘের প্রেসিডেন্ট প্রানজিব সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান, যুব সমাজকে সঠিক দিশায় নিয়ে আসতে ক্লাবকে সঠিক পদক্ষেপ গ্রহন করতে হবে। সে সকল যুবকরা নেশায় আশক্ত হয়ে উল্টো পথে চলছে তাদেরকে বিভিন্ন ক্লাবের সদস্যরা সঠিক দিশায় নিয়ে আসলে তবেই উন্নয়ন সম্ভব হবে। মন্ত্রী তরুন সংঘ ক্লাবের বিভিন্ন কর্মসূচীর কথা জানতে পারেন ও ক্লাবের এইধরনের কর্মসূচীর জন্য ধন্যবাদ জানান। তিনি আগামীদিনে ক্লাবের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পতিশ্রুতি দেন। তরুন সংঘ ক্লাবের উদ্দ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠান ও নকল সাংসদ উপস্থাপন করাহয়। এদিন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।