সাগর দেব, তেলিয়ামুড়া, ১৯ মার্চ || কল্যানপুর, তেলিয়ামুড়া এবং মুংগিয়াকামি এলাকার সমাজপতি, কর্মচারী ও সমাজের গন্যমান্য ব্যক্তিগণকে নিয়ে জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বৈঠক। সমাজপতি এবং শিক্ষিত সমাজ এবং জনজাতি কর্মচারীদের উদ্যোগে
রবিবার মহারানীপুর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। এনিনের এই সভার মূখ্য উদ্দেশ্য ছিল উক্ত তিন এলাকার জনজাতি সমাজের সমাজপতি, কর্মচারী সমাজ এবং সচাতন নাগরিকদের নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়নের বিষয়ে আলোচনা। এদিনের এই সভায় মন্ত্রী বিকাশ দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা রিহেবিলিটেশন ফাউন্ডেশন কমিটির চেয়ারম্যান পাতালকন্যা জমাতিয়া, বিভিন্ন এলাকার সমাজপতিগন সহ অন্যান্যরা।
উল্লেখ্য, এদিন ২৯-কৃষ্ণপুর কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মাকে সংবর্ধনা দেওয়া হয়।