লাউগাং বাজার সংলগ্ন এলাকায় তিন নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হয় বারুনি মেলা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ মার্চ || প্রত্যেক বছর চৈত্র মাসের তিথি অনুযায়ী লাউগাং বাজার সংলগ্ন এলাকায় তিন নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হয় বারুনি মেলা। এইবছরও তিথি অনুযায়ী অনুষ্ঠিত হয় বারুনি মেলা। এই মেলায় সকাল থেকে লোকজনেরা পূর্ব পুরুষদের জন্য তর্পন করতে পৌঁছে যায় নদীর পাশে। সকলে ধর্মীয় নিয়ম মেনে পূর্ব পুরুষদের প্রতি তর্পন করেন সকলে। এই মেলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্নাসিদের সমাগম ঘটে। অপরদিকে মেলা প্রাঙ্গনে গঙ্গা মন্দিরে পূজার জন্য ব্যাপকহারে লোকসমাগম ঘটে। বারুনি মেলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনেরা রকমারি দোকান পাঠ নিয়ে নিজ নিজ দোকানপাঠ সাজিয়ে রেখেছে। তবে অন্যান্য বরের তুলনায় এইবছর লোকসমাগম কম হয়েছে। সকাল থেকে বেতিক্রমি আবহাওয়ার জন্য এইমনটা হয়েছে বলে অনেকে অভিমতব্যক্ত করেন। সকাল থেকে বৃষ্টি হবার জন্য লোকজনেরা মেলায় যায়নি বলে জানা যায়। তবে দুপুরের পর থেকে মোলায় ব্যাপকহারে লোকসমাগম ঘটে। মেলায় লোকসমাগম ও দোকানদারের আগমনে মেলার সার্থকরূপ ধারন করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*