আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ || রবিবার গেজেটেড অফিসার্স সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আগরতলার আই জি এম হাসপাতালে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যী সহ সংগঠনের সদস্যরা। এই রক্তদান শিবিরে মোট ১০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
পাশাপাশি এদিন রাজধানীর এজিএমসি এবং জিবি হাসপাতালে ISCCM আগরতলা শাখার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন “ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যান্ড অফিসার্স অ্যাসোসিয়েশন” এবং বিশালগড় মহকুমা প্রশাসনের কর্মীদের দ্বারাও এক রক্তদান শিবিরের আয়োজিত করা হয়। এই রক্তদান শিবিরের অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।