গ্রীষ্মের ছুটিতে বিদ্যালয়ে সামার ক্যাম্পে অভিনব কায়দায় ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৯ মে || বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে সমাজের সাথে সম্পর্ক স্থাপন এবং মানসিক ভাবে শক্তিশালী করার অভিনব উদ্যোগ গ্রহন করল তেলিয়ামুড়াস্থিত আসাম রাইফেল হাই স্কুল। তেলিয়ামুড়া রাংখল পাড়ার আসাম রাইফেল হাই স্কুল প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে বিদ্যালয়ে সামার ক্যাম্পের আয়োজন করে থাকে। এবছর এই সামার ক্যাম্পের থিম হল স্কিল ডেভেলপমেন্ট। তারই অঙ্গ হিসেবে শুক্রবার এই ক্যাম্পে মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি করা বিভিন্ন সামগ্রী নিয়ে রকমারি স্টল খোলাহ য় তেলিয়ামুড়া অম্পী চৌমুহুনী এলাকায়। এই স্টলের মধ্যে রয়েছে বাঁশ বেতের তৈরী বিভিন্ন সামগ্রী, ঘর সাজানো ও মেয়েদের সাজের জিনিস, বিভিন্ন ধরনের গাছের চারা, এছাড়াও রয়েছে রকমারি খাবারের স্টল। বিদ্যালয়ের প্রিন্সিপাল অঞ্জনা রাংখল জানান, এবছরে সামার ক্যাম্পের থিম হল স্কিল ডেভেলপমেন্ট। সেখানে বাচ্চাদের নিজেদের দক্ষতা দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরী করা শিখে সেগুলোকে বাজারে বিক্রি করে কিভাবে অর্থ উপার্জন করা যায় তা সেখানো হয়। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের এক দিকে নিজেদের দক্ষতা বহিঃপ্রকাশ করার যেমন সুযোগ রয়েছে পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও বেড়ে উঠে। তিনি আরও জানান, ছাত্রছাত্রীদের দ্বারা তৈরী সামগ্রী বিক্রি করে যে অর্থ আসবে তা প্রথমত বাচ্চাদের খরচের টাকা দেওয়া হবে। আর লাভের অংশ দিয়ে তাদেরকে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হবে বিদ্যালয়ের তরফ থেকে। এদিকে বিদ্যালয়ের এ ধরনের উদ্যোগে প্রশংসা কুরিয়ে নেয় গোটা তেলিয়ামুড়া থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বিদ্যালয় কর্তৃপক্ষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*