আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মে || সারা রাজ্য রাম মণ্ডলীর উদ্যোগে মঙ্গলবার রাজধানীর বনমালীপুরস্থিত শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দিরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের সম্পাদক স্বপন কুমার বণিক ও টাউন প্রতাপগড়স্থিত শ্রী শ্রী রামচন্দ্র দেবের সমবেত উৎসব মন্দিরের সম্পাদক নিমাই কর।