আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুলাই || রাজ্য বিধানসভার বাজেট নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। এবারের বাজেট ঘাটতি বাজেট, সেই বাজেটে রাজ্যের জনগণের জন্য কিছুই রাখা হয়নি, পাশাপাশি এডিসি এলাকার জন্য ৬২৭ কোটি টাকা বাজেটে রাখা হয়েছে। তার মধ্যে ৫০০ কোটি টাকার উপর বেশি কর্মচারীদের বেতন খাতে চলে যাবে বাকি টাকা উন্নয়নের কাজে কিভাবে করা যাবে। রবিবার ত্রিপুরা বিধানসভার নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বেকার যুবক-যুবতীদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়েও কথা বললেন তিনি।