বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ৩১ জুলাই || ত্রিপুরা চুবালাই বুথুর উদ্দ্যোগ দেবদারু কমিউনিটি হলে ২০২৩ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে উত্তির্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। ত্রিপুরা চুবলাই বুথুর উদ্দ্যোগে প্রত্যেক বছর এই ধরনের অনুষ্ঠান করা হয়। রবিবার এই অনুষ্ঠানের মধ্যদিয়ে জনজাতি অংশের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানটি ছিলো মহকুমা ভিত্তিক। এই অনুষ্ঠানে মূখ্য অতিথি হিবে উপস্থিত ছিলেন বিরেন্দ্র ত্রিপুরা। এছারা উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শচিন্দ্র ত্রিপুরা, জি এস তরনি সেন ত্রিপুরা, জি এস সমির ত্রিপুরা, সভাপতি তমাল ত্রিপুরা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।