সাগর দেব, তেলিয়ামুড়া, ১৯ নভেম্বর || বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত এক শ্রমিক। উক্ত ঘটনাটি সংগঠিত হয়েছে তেলিয়ামুড়া থানাধীন করইলং শিশুবিহার এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, চাকমাঘাট বৈরাগী ডেফা এলাকার বাসিন্দা প্রদীপ দেববর্মা তেলিয়ামুড়ার ঠিকেদার শুভম সরকারের সঙ্গে বৈদ্যুতিক লাইন সারাইয়ের কাজ করে। অন্যান্য দিনের মতো রবিবারও প্রদীপ দেববর্মা নামের ঐ শ্রমিক বৈদ্যুতিক লাইন সারাইয়ের কাজে আসে করইলং শিশু বিহার এলাকায়। তখন কাজ করতে করতে আচমকাই প্রদীপ দেববর্মা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে, ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে অন্যান্য শ্রমিকেরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা শুরু করে। যদিও প্রদীপের পায়ে, মাথায় এবং কানে গুরুতর আঘাত লাগে। খবর পাঠানো পর্যন্ত প্রদীপ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।