আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর || কাত্যায়নী হিন্দু দেবী দুর্গার একটি বিশেষ রূপ এবং মহাশক্তির অংশবিশেষ। তিনি নবদুর্গা নামে পরিচিত। দেবী দূর্গার নয়টি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ রূপে পূজিত হন তিনি। শাক্তধর্ম মতে, তিনি মহাশক্তির একটি ভীষণা রূপ এবং ভদ্রকালী বা চণ্ডীর মতো যুদ্ধদেবী রূপে পূজিতা। প্রাচীন কিংবদন্তি অনুযায়ী, দেবী কাত্যবংশীয় ঋষি কাত্যায়নের কন্যারূপে জন্মগ্রহণ করে কাত্যায়নী নামে পরিচিতা হন। মতান্তরে, কালিকা পুরাণে বলা হয়েছে, ঋষি কাত্যায়ন প্রথম দেবীর পূজা করেন তাই তিনি কাত্যায়নী নামে অভিহিতা হন। কার্তিক মাসের সংক্রান্তি দিন ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয় এবং অগ্রহায়ণ মাসের ১ তারিখ সপ্তমী পুজো।
শনিবার অগ্রহায়নের ১ তারিখ, তাই এদিন রাজধানীর দূর্গা বাড়িতে ঘটা করে অনুষ্ঠিত হয় কাত্যায়নী পূজা। এদিন দূর্গ বাড়িতে রাজ্যবাসীর মঙ্গলআর্থে পুজো দেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।