আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি || ৩০শে জানুয়ারিতে জাতির জনক মহাত্মা গান্ধীর শহীদ দিবস। মঙ্গলবার জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭’তম শহীদ দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় সিপিআই ত্রিপুরা রাজ্য দপ্তর জুনু দাস ভবনে। এদিন মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিপিআই রাজ্য সহ-সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই নেত্রী তুলসী দাস কপালি, সিপিআই নেতা রাকেশ দাস, বিক্রমজিৎ সেনগুপ্ত, সিপিআই সদস্যা প্রাণবতী দাস সহ উপস্থিত কর্মীসমর্থকরা।