ফিডকোর হাত থেকে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব সরিয়ে নেওয়ার ২৪ ঘন্টার মাথায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে বিদ্যুৎ মন্ত্রীর পর্যালোচনা বৈঠক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর || গত ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ শুক্রবার সকাল ১১টায় বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিডকোর হাত থেকে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড রাজ্যের ১০টি বিদ্যুৎ উপ-বিভাগের দায়িত্ব সরিয়ে নেয় রাজ্য সরকার। এরপরই শনিবার সকাল ১১টায় আগরতলায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ১০টি অর্থাৎ মোহনপুর, হেজামারা, বামুটিয়া, লেফুঙ্গা, আমবাসা, মনু, ছামনু, গন্ডাছড়া, সাতচাঁদ  এবং সাবরুমের দায়িত্বে থাকা এজিএম, ডিজিএম এবং সিনিয়র ম্যানেজারদের সঙ্গে কথা বলেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
এদিন তিনি প্রথমে সংশ্লিষ্ট বিদ্যুৎ সার্কেলের এডিশনাল জেনারেল ম্যানেজারদের কাছ থেকে সংশ্লিষ্ট এলাকা সমূহের বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এরপর তিনি কথা বলেন ঐ এলাকার দায়িত্বে থাকা ডেপুটি জেনারেল ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজারদের সঙ্গে।
মন্ত্রি স্পষ্টতই তাদেরকে জানিয়ে দিয়েছেন, মূলত ফিডকোকে বাদ দেওয়া হয়েছে তাদের পরিষেবা জনিত গাফিলতি, জনকল্যাণকর সিদ্ধান্ত সমূহ রূপায়ণে অনীহার কারণে। এই অবস্থায় বিদ্যুৎ নিগম এইসব এলাকার মানুষদের আস্থা এবং বিশ্বাস অনুযায়ী কাজ করবে, এটাই কাম্য। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যেকটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জানিয়েছেন, তারা লাগাতার বিদ্যুৎ পরিষেবা দিতে প্রস্তুত। এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে যথারীতি ময়দানে নিগমের কর্মীরা কাজে নিয়োজিত রয়েছেন। ফলে পরিষেবা ক্ষেত্রে কোন ধরনের অসুবিধা হবে না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*