যুবকদের অনুপ্রাণিত এবং ক্ষমতায়িত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যুব বিকাশ কেন্দ্রঃ ক্রীড়া মন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি || জাতীয় যুব দিবস ২০২৫ উপলক্ষে, যুব বিকাশ কেন্দ্র (YVK) গত ১২ই জানুয়ারি, আগরতলার পূর্বাশা কমপ্লেক্সে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানটি যুব শক্তি, ক্ষমতায়ন এবং সামাজিক দায়িত্বের একটি প্রাণবন্ত প্রদর্শনী ছিল এবং এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়।
প্রদীপ প্রজ্বালন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা স.বি. নাথ, নর্থ ইস্ট কালারস পত্রিকার সম্পাদক শসঞ্জীব দেব, নিউজ ভ্যাঙ্গার্ড-এর সম্পাদক এবং YVK-এর সহ-সভাপতি সেবক ভট্টাচার্য, সাংবাদিক অমিত ভৌমিক, যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশিস মজুমদার এবং YVK-এর সাংগঠনিক সম্পাদক পিঙ্কু দাস।
এদিন নিজের মূল বক্তৃতায় যুব বিষয়ক মন্ত্রী টিংকু রায় যুবসমাজের সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি যুবকদের শুধুমাত্র ব্যক্তিগত উন্নতির দিকে না, বরং তাদের সম্প্রদায় এবং বৃহত্তর সমাজ গঠনে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে উৎসাহিত করেন। তিনি সমাজের জরুরি সমস্যা সম্পর্কে আলোকপাত করেন এবং যুবকদের মাদকমুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের সম্প্রদায়ের সার্বিক উন্নতির জন্য প্রচারাভিযানে সক্রিয়ভাবে অংশ নিতে বলেন।
মন্ত্রী টিংকু রায় যুব বিকাশ কেন্দ্রের প্রতি তার প্রশংসা জ্ঞাপন করেন, যেটি ত্রিপুরা এবং উত্তর-পূর্ব ভারতের যুবকদের অনুপ্রাণিত এবং ক্ষমতায়িত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি যুবদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রে সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। মন্ত্রী আরও বলেন, যুবরা উদ্ভাবন, সামাজিক পরিবর্তন এবং জাতীয় উন্নয়নে নেতৃত্ব দানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিন নিউজ ভ্যাঙ্গার্ড-এর সম্পাদক এবং YVK-এর সহ-সভাপতি সেবক ভট্টাচার্য বলেন, সামাজিক সমস্যা নিয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এবং যুবকদের কণ্ঠস্বর হিসেবে মিডিয়ার ভূমিকা তুলে ধরেন। তিনি যুবকদের আহ্বান করেন, যাতে তারা দায়িত্ব গ্রহণ করে এবং মিডিয়া শক্তির মাধ্যমে সমাজের মূল সমস্যাগুলির প্রতি সচেতনতা বৃদ্ধি করে।
নর্থ ইস্ট কালারস পত্রিকার সম্পাদক সঞ্জীব দেব, যুবদের কীভাবে জনসংযোগ ও সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সে সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল অমিত ভৌমিকের ভাষণ, যিনি দর্শকদের স্বামী বিবেকানন্দের জীবন ও উত্তরাধিকার নিয়ে একটি প্রতিফলিত যাত্রায় নিয়ে যান। জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের আদর্শকে মেনে যুব সমাজকে আগামী দিন সমাজ নির্মাণের জন্য এগিয়ে আসার আহ্বান জানায়।
সর্বশেষে আগরতলা শহরের বিভিন্ন সাংস্কৃতিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দের জীবনের উপর সাংস্কৃতিক প্রদর্শন করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*