গোপাল সিং, খোয়াই, ১৭ জানুয়ারি || খোয়াই সিঙ্গিছড়ায় গণহত্যার ২৩’তম শহীদান দিবস উপলক্ষে শুক্রবার বেলা ৩টায় সিঙ্গিছড়া ২নং স্কুল মাঠে শহীদ স্মরণে সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালী করে সমাবেশে যোগ দেন বিজেপি নেতৃত্বরা। খোয়াই বিধানসভার অন্তর্গত সিঙ্গিছড়ায় আয়েজিত এই শহীদ সমাবেশে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, জেলা সভাপতি তথা বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস, বিজেপি খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর দাস সহ অন্যান্য নেতৃত্বরা।
উল্লেখ্য, ২০০২ সালের ১৩ই জানুয়ারি সিঙ্গিছড়া ২নং বাজারে আততায়ীরা ১৬ জন নিরপরাধ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে। আজ এক শহীদ স্মৃতি সমাবেশের মাধ্যমে সেই শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়।