পুরানো পেনশন নীতি চালুর দাবিতে কর্মচারী সমন্বয় সমিতির মিছিলের ডাক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ফেব্রুয়ারী || আগামী ১৮ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট এবং নয়া পেনশন নীতি বাতিল করে পুরানো পেনশন নীতি চালুর দাবিতে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি এইচ বি রোড এক মিছিলের ডাক দিয়েছে। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে জানান সংগঠনের সাধারণ সম্পাদক মহুয়া রায়। পাশাপাশি তিনি জানান, আগামী ১০ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এক কর্মসূচির আয়োজন করবে তারা। তিনি আর বলেন, কিছুদিন পূর্বে রাজ্যে আসা ষোড়শ অর্থ কমিশনের কাছে বিভিন্ন দাবি নিয়ে দেখা করার আহ্বান জানিয়েছিলেন তারা। কিন্তু দেখা করার সুযোগ দেওয়া হয়নি তাদের। এদিন এই সাংবাদিক সম্মেলনে অর্থ কমিশনের উদ্দেশ্যে রাজ্যের মুখ্য সচিবের কাছে ১০ দফা দাবি সনদ যা তুলে দিয়েছিল তা তুলে ধরেন।
তাদের দাবিগুলি হল, রাজ্য ও কেন্দ্র সরকার মধ্যে ৫০-৫০ শতাংশ কর বন্টনের করতে হবে। এডিসি এলাকায় শিক্ষক কর্মচারী নিয়োগের জন্য সরাসরি অধিক অর্থ প্রদান করতে হবে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে। সর্বশিক্ষা অভিযান ও রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে নিয়োজিত শিক্ষকদের নিয়মিত স্কেল প্রদান করতে হবে। নিয়মিত পথে কর্মচারীদের বঞ্চনার অবসান ঘটাতে হবে। শূন্য পূরণ করতে হবে সহ আরো অন্যান্য দাবি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*