আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ফেব্রুয়ারী || আধুনিক প্রযুক্তির এক অন্যতম বরদান ড্রোন টেকনোলজি। এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষিক্ষেত্র, সুরক্ষা, বিদ্যুৎ পরিষেবা, বন্যপ্রাণী সংরক্ষণ, বিপর্যয় মোকাবিলা, প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা সহ একাধিক ক্ষেত্রে কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বৃদ্ধি সম্ভব।
“স্কিল উদয় তংনাই” কার্যক্রমে এই প্রযুক্তির পরিদর্শন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন তিনি পরবর্তীতে এই প্রযুক্তিতে প্রশিক্ষিত দু’জন মাষ্টার ট্রেনারকে সম্মাননা প্রদান করেন।