আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ফেব্রুয়ারী || রাজধানীর রামনগর ৮নং রাস্তার ঐতিহ্যবাহী ক্লাব নবজাগরণ ক্লাব সারা বছরে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেদের জড়িয়ে রাখে। প্রতিবছরই অনুষ্ঠিত হয় শিশু উৎসব। তারই অঙ্গ হিসেবে এই বছর ৮ই ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হয় দু’দিন ব্যাপী শিশু উৎসব। শনিবার সকালে অনুষ্ঠিত হয় বসেআঁকো প্রতিযোগিতা। প্রায় চার শতাধিক শিশু এই বসেআঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মোট চারটি বিভাগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন নবজাগরণ ক্লাব সভাপতি গৌতম রায়, সম্পাদক বিষ্ণুপদ ধর সহ ক্লাব সদস্যরা।