সুব্রত দাস, গন্ডাছড়া, ০৯ ফেব্রুয়ারী || রাইম্যাভ্যালি বিধানসভা কেন্দ্রে শাসকদলের ঘরে বিরোধী দল সিপিআই(এম) দলের থাবা বসালো। শনিবার রইস্যাবাড়ি সিপিআই(এম) অঞ্চল কমিটির উদ্যোগে বোয়ালখালি বাজারে এক যোগদান সভার আয়োজন করা হয়। উক্ত যোগদান সভায় বিজেপি, তিপ্রা মথা এবং আইপিএফটি দল ছেড়ে সিপিআই(এম) দলে যোগ দেয় ২৪টি পরিবারের ৫৫ জন ভোটার।
এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন প্রাক্তন বাম বিধায়ক ললিত মোহন ত্রিপুরা। এছাড়া এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) মহকুমা কমিটির সম্পাদক ধঞ্জয় ত্রিপুরা সহ রইস্যাবাড়ি নেতৃত্ব স্থানীয় লোকেরা। শাসক দলের ভাঙ্গনকে ঘিরে এলাকা জুড়ে চঞ্চলা সৃষ্টি হয়েছে।