আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী || দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে রাজ্যের পরিবহন পরিকাঠামোকে উন্নয়নের মাধ্যমে সকল অংশের জনগনের কাছে উন্নত নাগরিক পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। এই লক্ষ্যমাত্রা নিয়ে বুধবার ১৩ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়সাপেক্ষ জিরানীয়া মোটরস্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরী।
এই অনুষ্ঠান থেকে ৪ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত খোয়াইর ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্সের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একই সাথে ভার্চুয়াল মাধ্যমে আরো চারটি স্থানে নতুন পরিবহন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী।
যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে,
১. ৬ কোটি লক্ষ টাকা ব্যয়ে খোয়াই জেলাপরিবহন কার্যালয়, তেলিয়ামুড়া।
২. ৫ কোটি টাকা ব্যয়ে সিপাহিজলা জেলার মেলাঘর মোটরস্ট্যান্ড।
৩. ৬ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিবহন কার্যালয়, শান্তিরবাজার।
৪. ৫ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি মোটরস্ট্যান্ড।
এই কার্য্যক্রমে সর্বমোট ৪০ কোটি ৫৭ লক্ষ টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হয় এদিন।