গোপাল সিং, খোয়াই, ১২ ফেব্রুয়ারী || খোয়াইবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান। খোয়াই পুর পরিষদের অধীন ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্সের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বুধবার মুখ্যমন্ত্রী মোট ৬টি প্রকল্পের উদ্বোধন করেছেন। তারমধ্যে এটি ছিল একটি।
রদিন এই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীও। মুল অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা, খোয়াই জেলার জেলা শাসক চাঁদনি চন্দ্রন সহ অন্যান্যরা। এই নবনির্মিত বাস স্ট্যান্ডটি দীর্ঘ বছর যাবত উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছিল।