বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ মে || রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচীর মাধ্যমে জোলাইবাড়ী থেকে বিলোনিয়া যাতায়তের জন্য জাতীয় সড়ক নির্মান করা হয়। এই জাতীয় সড়ক নির্মানের সময় থেকে রাস্তার গুনগত মাননিয়ে সাধারন অংশের লোকজনেরা আন্দোলন করে গেছে। সকল অংশের লোকজনের কথা না শুনে কাজের দায়িত্বে থাকা ঠিকেদার নিজখুশি মতো রাস্তা নির্মান করে গেছে বলে অভিযোগ। এই রাস্তা নির্মানের এক বছর শেষ হতে না হতেই রাস্তার বিভিন্ন জায়গা গর্তে পরিপূর্ন হয়ে রয়েছে। বর্তমান সময়ে রাস্তা মেরামতের কাজ চলছে। কোনোপ্রকার সতর্কবার্তা প্রদান না করে মাঝ রাস্তায় বিভিন্ন জায়গায় মেরামতির কাজ করা হচ্ছে। এতে করে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে।
এরই মধ্যে পশ্চিম পিলাক এলাকার বাসিন্দা তথা উচ্ছাস সামাজিক সংস্থার কর্ণধার মিঠুন দত্ত সোমবার রাতে রাস্তার খাঁদে পরে গিয়ে আহত হয় দুর্ঘটনার পরবর্তী সময় জোলাইবাড়ী দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় সে সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা পায়।
মঙ্গলবার রাস্তার গুনগতমান নিয়ে সংবাদমাধ্যমের সন্মুখিন হয় মিঠুন দত্ত। জোলাইবাড়ী থেকে বিলোনিয়া বিকল্প জাতীয় সড়ক নির্মান কাজের বিভিন্ন দিকগুলো দেখার জন্য স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লা৷ চরণ নোয়াতিয়া, রাজ্য সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের পরিবহন দপ্তেরের মন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষন করেন। মিঠুন দত্ত জানান, জোলাইবাড়ীবাসীর উন্নয়নের স্বার্থে ও দুর্ঘটনা এরাতে মন্ত্রী মহোদয়রা যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করেন।