খেলাধুলা ডেস্ক, বৃন্দাবন, ১৩ মে || অবসর নেওয়ার পর দিনই স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মাকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে গেলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। দেখা করলেন প্রেমানন্দ মহারাজ জি’র সাথে।
কোহলি ও অনুষ্কার বৃন্দাবনের আশ্রমে প্রবেশের ছবি, ভিডিও চারিদিকে ভাইরাল। অবসর ঘোষণার পরেই কোহলি ও অনুষ্কাকে প্রথমে মুম্বই ও পরে নয়াদিল্লি বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল। তারপরেই আজ দুইজনে মিলে প্রেমানন্দ মহারাজের আশ্রমে হাজির হন।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে জল্পনা-কল্পনা চলছিল। সেইসব জল্পনার অবসর ঘটিয়ে, ১২ই মে, সোমবার টেস্ট ক্রিকেট অবসর নিয়েছিলেন বিরাট কোহলি।