সুব্রত দাস, গন্ডাছড়া, ১৩ মে || একাধিক অভিযোগ এনে বর্তমান রাজ্য সরকারের জোট শরিক তিপ্রা মথা দলের কর্মীরা মঙ্গলবার দুপুরে তালা ঝুলালো গন্ডাছড়া মহকুমার PVTG দপ্তরে। অভিযোগ, এই দপ্তরের মহকুমা এলডিসি কমিটিতে নিযুক্ত করা হয়নি তিপ্রা মথা কর্মী-সমর্থকদের।এছাড়া রিয়াং সম্প্রদায়ের সরকারি বিভিন্ন প্রকল্প অন্য সম্প্রদায় সুবিধা ভোগ করে বলে অভিযোগ। এই অভিযোগগুলি নিয়ে প্রথমে তিপ্রা মথা দলের কর্মীরা দপ্তরে যায়, কিন্তু অবাক করার বিষয় দপ্তরে গিয়ে কোন আধিকারিককে তারা পাইনি। শুধু একমাত্র একজন চতুর্থ শ্রেণীর কর্মী ছিল। অভিযোগ, এই দপ্তরের আধিকারিক প্রায় সময় অফিস ফাঁকি দিয়ে চলেন। তিপ্রা মথা দলের কর্মীরা জানিয়েছে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে তারা অফিসের তালা খুলবে না।
এদিন এই বিক্ষোভে উপস্থিত ছিলেন রাইমাভ্যেলী তিপ্রা মথা দলের যুব নেতা ক্ষত্র জয় রিয়াং, মহিলা সংগঠনের সভাপতি কণিতা রিয়াং, YTF এর সহ-সভাপতি অজয় রিয়াং, সম্পাদক কুমার গৌরব সহ রাইমাভ্যেলী তিপ্রা মতার অন্যান্য নেতা নেত্রীগণ।