বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ মে || জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। এরইমধ্যে সামান্য বৃষ্টিতে বাইখোড়া বাজার এলাকায় জলজমে ব্যবসায়ীরা ক্ষতির সন্মুখিন হচ্ছে শুনতে পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। সারাদিনের কর্মসূচী সেরে সন্ধ্যা বেলায় দক্ষিন জেলার জেলাশাসক মহম্মদ সাজদ পি আই এ এস, শান্তিরবাজার মহকুমাশাসক মনোজ সাহা ও জোলাইবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্তকে সঙ্গে নিয়ে বাইখোড়া বাজার এলাকা পরিদর্শন করেন ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বর্ষার জল নিষ্কাষনে রাস্তার দু’পাশে ড্রেইন নির্মানের দাবি করেন স্থানীয় ব্যবসায়ীরা। মন্ত্রীর উপস্থিতিতে দক্ষিন জেলার জেলাশাসক অল্প সময়ের মধ্যে বাইখোড়া বাজার এলাকায় রাস্তার দু’পাশে ড্রেইন নির্মানের পতিশ্রুতি প্রদান করেন। মন্ত্রী ও জেলাশাসক থেকে আশ্বাস পেয়ে খুবই খুশি স্থানীয় ব্যবসায়ীরা।