বিজেপি’র সুবিশাল তিরঙ্গা র‍্যালী

বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ মে || ভারতীয় বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে জোলাইবাড়ীতে অনুষ্ঠিত হয় এক সুবিশাল তিরঙ্গা র‍্যালী। কাশ্মীরে নিরিহ পর্যটকদের বাছাই করে হত্যা করার ঘটনার তিব্র নিন্দা জানিয়ে ও অপেরশান সিন্দুরকে স্বাগত জানিয়ে বীর শহিদ ও ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার জোলাইবাড়ী বাজার কাপিয়ে এক সুবিশাল তিরঙ্গা র‍্যালী সংগঠিত হয়। জোলাইবাড়ী হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে এই র‍্যালী শুরু হয়। পরবর্তী সময় বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় হাসপাতাল সংলগ্ন এলাকায় এসে এই র‍্যালী সমাপ্তি হয়।
৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে আয়োজিত এই র‍্যালীতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, বিধায়ক সুশান্ত দেব, প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার, মন্ডল সভাপতি সুজিত দত্ত, প্রাক্তন মন্ডল সভাপতি অজয় রিয়াং, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতর চেয়ারম্যান তাপস দত্ত, বিজেপি’র দক্ষিন জেলার সভাপতি দিপায়ন চৌঁধুরী, বাইখোড়া ইস্কন মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাস সহ অন্যান্যরা।
৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র উদ্যোগে আয়োজিত এই র‍্যালীতে ব্যাপক হারে লোকসমাগম ঘটে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*