জাতীয় ডেস্ক, হায়দরাবাদ, ১৯ জুলাই || ত্রিপুরা উচ্চ আদালতের সদ্য বিদায়ী প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং শনিবার তেলেঙ্গানার প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
রাজভবনের এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাজ্যপাল যীষ্ণু দেব বর্মণ তাঁকে প্রধান বিচারপতির পদে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী সহ বিচারপতি, প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্টজনেরা।
উল্লেখ্য, বিচারপতি অপরেশ কুমার সিং দীর্ঘদিন ধরেই বিচার ব্যবস্থায় তার নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিয়ে এসেছেন। ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে তিনি ন্যায় প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
তেলেঙ্গানার বিচার ব্যবস্থার শীর্ষপদে তাঁর অভিষেকের ফলে সেখানে বিচার প্রক্রিয়ায় আরও গতি আসবে বলে মত আইনি মহলের।
