মুম্বই বিমানবন্দরে ফের বিপত্তি, অবতরণের সময় রানওয়েতে পিছলে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, চাকা ও ইঞ্জিনে বড়সড় ক্ষতি, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

জাতীয় ডেস্ক, মুম্বই, ২১ জুলাই || ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার যাত্রী ও কর্মীরা। সোমবার সকালে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে পিছলে গেল একটি এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান।
সূত্রের খবর, প্রবল বৃষ্টির কারণে রানওয়ে ভেজা ছিল। সেই অবস্থায় অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি রানওয়ের এক প্রান্তে পিছলে যায়। ঘটনায় বিমানের চাকা এবং একাধিক ইঞ্জিন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পাইলটের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড়সড় প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিমানে থাকা সমস্ত যাত্রী ও কর্মীরা সুস্থ আছেন বলেই জানা গিয়েছে।
বিমানবন্দর সূত্রে খবর, ঘটনার জেরে কিছু সময়ের জন্য মুম্বই বিমানবন্দরে আকাশপথে যানচলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ (DGCA)। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকেও একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি একাধিক যান্ত্রিক ত্রুটি ও অপারেশনাল সমস্যায় বারবার শিরোনামে এসেছে এয়ার ইন্ডিয়া। সোমবারের এই ঘটনার পর যাত্রী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*