উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন জগদীপ ধনকড়, শারীরিক অসুস্থতার কারণেই সিদ্ধান্ত

জাতীয় ডেস্ক, নয়া দিল্লী, ২১ জুলাই || দেশের উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনকড়। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠান তিনি। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণেই এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সোমবার এক বিবৃতিতে বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা দেশের উপরাষ্ট্রপতি ধনকড় জানান, গত কিছুদিন ধরেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শে বিশ্রামের প্রয়োজনীয়তার কথা ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
তাঁর এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ২০২২ সালে উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন জগদীপ ধনকড়। দীর্ঘ রাজনৈতিক ও সাংবিধানিক অভিজ্ঞতার অধিকারী ধনকড় এর আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে রাষ্ট্রপতির দফতর থেকে তাঁর পদত্যাগপত্র গ্রহণ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে। কে হতে চলেছেন পরবর্তী উপরাষ্ট্রপতি, তা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে জল্পনা শুরু হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*