উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ হড়পা বান: ভেসে গেল বহু ঘরবাড়ি ও হোটেল, মৃত অন্তত ৬, নিখোঁজ ৬৭ জন

জাতীয় ডেস্ক, উত্তরাখণ্ড, ০৫ আগস্ট || উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ হড়পা বান দেখা দিয়েছে। নদী-নালায় হঠাৎ জলস্ফীতি দেখা দেওয়ায় রাতারাতি প্লাবিত হয়ে যায় বিস্তীর্ণ অঞ্চল। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৬৭ জন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে প্রবল বর্ষণের ফলে গ্রামবাসীরা ঘর ছেড়ে পালাতে পারেননি। হড়পা বান এসে গ্রামগুলিকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে। বহু ঘরবাড়ি, হোমস্টে ও হোটেল জলের তোড়ে ভেসে গিয়েছে। বেশ কয়েকটি সড়ক, সেতু এবং বিদ্যুৎ সংযোগও ছিন্ন হয়ে যায় রাতারাতি।
উদ্ধারকাজে ইতিমধ্যেই নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে। হেলিকপ্টারের সাহায্যে চলছে নিখোঁজদের সন্ধান।
উত্তরকাশীর জেলাশাসক জানিয়েছেন, পরিস্থিতি ভয়াবহ হলেও দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গোটা ঘটনার উপর নজর রাখছেন। মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরকাশী এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে ভূমিধস বা বানের আশঙ্কা এড়ানো যাচ্ছে না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*