গোপাল সিং, খোয়াই, ০৭ অক্টোবর || খোয়াইয়ে সিপিআই(এম) পার্টি অফিসে দুষ্কৃতকারীদের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার প্রতিবাদে সোমবার সিপিআই(এম) খোয়াই সুভাষ পার্ক অঞ্চল কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় সুভাষ পার্ক কোহিনুর কমপ্লেক্সের সামনে, যেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। সভায় উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা পদ্মকুমার দেববর্মা, সুখেন্দু বিকাশ দে, কানন দত্ত, মনোজ দাসসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে দলীয় ঐক্য ও গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
