আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর || আগরতলার ঐতিহ্যবাহী এমবিবি কলেজ লেইক শুক্রবার যেন নতুন রূপে সেজে উঠেছে। রাজন্য আমলের স্মৃতি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে লেইকটির চারপাশ এখন আরও মনোরম ও প্রাণবন্ত। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের আওতায় সম্পূর্ণ পুনঃসংস্কারের পর এই ঐতিহাসিক জলাশয় রাজ্যের পর্যটন মানচিত্রে নতুন মাত্রা যোগ করেছে।
এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এমবিবি কলেজ লেইক সৌন্দর্যায়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সিইও শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
মুখ্যমন্ত্রী বলেন, “সুন্দর, পরিচ্ছন্ন ও নির্মল আগরতলা গড়ে তুলতে রাজ্য সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এমবিবি লেইক সৌন্দর্যায়ন প্রকল্প সেই অঙ্গীকারেরই বাস্তব প্রতিফলন।”
নতুনভাবে সজ্জিত এই লেইক এখন শুধু প্রকৃতিপ্রেমীদের নয়, সাধারণ নাগরিকদের জন্যও এক শান্ত ও আনন্দদায়ক গন্তব্যে পরিণত হয়েছে।
