আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ নভেম্বর || জিরানিয়া রেল স্টেশনে ফেন্সি ডিল কাণ্ডকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন — হিমাংশু ঝা, রাজীব দাশগুপ্ত ও অরুণ কুমার ঘোষ। ঘটনার মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত অরুণ ঘোষ ও হিমাংশু ঝা-কে গ্রেপ্তার করেছে রাজ্য ক্রাইম ব্রাঞ্চ।
সূত্রের খবর, অরুণ ঘোষকে কলকাতা থেকে এবং হিমাংশু ঝা-কে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্তের নেতৃত্বে রয়েছেন ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর রুহুল আলম। তিনি জানান, ফেন্সি ডিল কাণ্ডের সঙ্গে যুক্ত আরও কেউ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পুরো চক্রটি উদঘাটনে তদন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানান তিনি।
