দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৬ জুলাই ।। রামনগর ৭ বিধানসভার বিধায়ক রতন দাশ প্রতিবছরেই মুসলমান সম্প্রদায়ের বিভিন্ন পালা পার্বণের অংশীদার হয়ে থাকেন। মুসলমান সম্প্রদায়ের সিয়াম সাধনার মাসব্যাপী রোজা পালনের সময় প্রায় সমাপ্তির পথে – ঘরে ঘরে পবিত্র ঈদুল ফিতর পালনের প্রস্তুতি চলছে। সূর্যাস্তের শেষে রোজা পালনের অঙ্গ হিসেবে মুসলমান সম্প্রদায়ের মানুষ ইফতারে অংশ নেয়। মিষ্টির প্যাকেট তৈরী হচ্ছে ইফতারের জন্য। ৭নং বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন দাশ ইফতারে প্রদান করবেন এই মিষ্টির প্যাকেট – প্যাকেট তৈরীতে হাত লাগিয়েছেন দলের কর্মীরা।