নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ আগষ্ট ।। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জয়নগরস্থিত নবদিগন্ত সামাজিক সংস্থায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। তাছাড়াও এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল দুঃস্থ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
The one & only exceptional Bengali Version online news & infotainment portal in Tripura.