পদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর ।। আঠারমুড়া পাহাড়ে জাতীয় সড়কে মাটি ধসে পড়ার কারনে মঙ্গলবার সকাল থেকে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। সোমবার গভীর রাতে প্রবল বর্ষণে পাহাড়ের মাটি ধসে মুঙ্গিয়াকামীর ৪৫ মাইল জাতীয় সড়কের উপর পড়ে। ফলে মঙ্গলবার সকাল থেকেই প্রচুর যানবাহন আটকে পড়ে জাতীয় সড়কে। চূড়ান্ত দুর্ভোগের ফলে স্থানীয় যুবকরা এবং ৪-৫ জন গাড়ী চালক মিলে ধস সরাতে নেমে পড়ে। সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসনের তরফে ড্রজার নামানো হলে প্রায় ১০টায় যান চলাচল স্বাভাবিক হয়।