জাতীয় ডেস্ক ।। ম্যাগি প্রস্তুতকারী সংস্থা নেসলে ইন্ডিয়াকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। তবে কেন্দ্রীয় খাদ্য নিয়ন্ত্রক সংস্থার আবেদন সত্বেও ম্যাগি বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল না সর্বোচ্চ আদালত। ১৩ জানুয়ারি পরবর্তী শুনানি। সম্প্রতি নেসলে ইন্ডিয়ার তৈরি ম্যাগি বিক্রিতে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় খাদ্য নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই। ম্যাগির নমুনায় মাত্রাতিরিক্ত সীসা এবং মোনোসোডিয়াম গ্লুটামেট বা আজিনামোটো মিলেছে বলে দাবি করে এবছর জুন মাসে কেন্দ্রীয় খাদ্য নিয়ন্ত্রক সংস্থা এই ন্যুডলস বিক্রি নিষিদ্ধ করে। নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে যায় নেসলে। হাইকোর্ট ম্যাগির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আগে তিনটি পরীক্ষাগারে ম্যাগির নমুনা ফের নতুন করে পরীক্ষার নির্দেশ দেয়। সেই শর্তপূরণ করে দীপাবলির আগে বাজারে প্রত্যাবর্তন করে ম্যাগি। শুরু হয় বিক্রি। এরপরই ম্যাগি বিক্রিতে নিষেধাজ্ঞা জারির আবেদন নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় এফএসএসএআই। সেই আবেদনের প্রেক্ষিতেই নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট।