শহরের বিজয় ধারা অব্যাহত পুর পরিষদ থেকে ত্রি-স্তরের নির্বাচনে – বামফ্রন্টের

vote.jpg9 vote.jpg17 vote.jpg18 vote.jpg1.jpg5দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১২ ডিসেম্বর ।। গনতন্ত্রের যুদ্ধের আরো এক পর্ব চাক্ষুষ করল এই পাহারী রাজ্য। মানুষের ভোটে যেখানেই ভোট সেখানেই বামফ্রন্টের বিজয়ের কাহিনী। সদ্য সমাপ্ত খন্ড ভোটে বাম সমর্থক যারা দিন রাতে পরিশ্রম করেছেন বিজয়ের পরে স্বভাবতই সবার মুখে দীর্ঘায়িত খুশির ঝিলিক সঙ্গে একই অভিব্যক্তি বামের হয়ে লড়াইয়ে বিজয়ীদের। আগরতলাকে পুর নিগমে রুপান্তরের পর প্রথম ভোটের সঙ্গে ঐতিহাসিক যোগাযোগের প্রশ্নে বলাযায় শহরের মানুষ আস্থা বিশ্বাসের খড়া উজার করে দিয়েছেন ক্ষমতাসীন দলের উপর। আগরতলা পুর নিগমের নির্বাচনে সবশেষ স্কোর বামফ্রন্ট ৪৫, কংগ্রেস ৪, বিজেপি শূন্য এবং অন্যান্য শূন্য। মূলতঃ আগরতলা পুর নিগমের ভোটে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানের লড়াইয়ে বামফ্রন্ট একচ্ছত্র আধিপত্য পেতে যাচ্ছে সেই সমীকরণ পুরোপুরি বাস্তব হয়েছে। দ্বিতীয়, তৃতীয়ের স্থান দখলের প্রশ্নে প্রতিপক্ষ শিবিরের অবস্থানের পেছনে ছিল আগামী দিনে রাজনৈতিক ভাবে মানুষের পছন্দ অপছন্দের ভোট সংখ্যায় জমি দখুলের অংক। আগরতলা পুর নিগম, নানা জায়গায় পুর পরিষদ আর ত্রিস্তরের ভোটে আপাততঃ সামগ্রিক যে চিত্র তাতে বিরোধীশক্তির উত্থান, জোর লড়াইয়ের চিহ্ন মাত্র দেখা যায়নি – বামফ্রন্টের বিজয়ে বিরোধীদের ভূমিকাকে ভবিষ্যতের জন্য রাজনৈতিক লড়াইয়ে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বলাই বাহুল্য। যেখানে ভোট হয়নি সেখানেও বামফ্রন্টের বিজয় নিশান উড়তে দেখা গেছে – সবটাই জয়ের আনন্দের বহিঃপ্রকাশ। যে কোনো নির্বাচনেই রাজনৈতিক ক্ষতের কথা উঠে এবারের ছোট পরিষরের নির্বাচনের ফলাফলে যে ছবি পরিস্ফুট হয়েছে তাকে আঁচড় তো নয়ই দাগ বলেই ধরা যেতে পারে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*