দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২০ ডিসেম্বর ।। জয়নগরস্থিত নবদিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এবং ত্রিপুরা রাজ্য যোগা এসোসিয়েশন আয়োজিত দু’দিন ব্যাপী ৩৪তম রাজ্যভিত্তিক আসরের পরিসমাপ্তি হয়েছে রবিরার। রাজ্যের বিভিন্ন প্রান্তের যোগাসন প্রতিযোগীরা পদকের যুদ্ধে নিজেদের উজাড় করে দিয়ে অবিশ্বাস্য ক্রিয়া কৌশল পদর্শন করে পদকের তালিকায় নাম তোলার চেষ্টা করেছেন।
প্রতিযোগীতার টানে ভীড় করা অসংখ্য দর্শক প্রান ভরে উপভোগ করেছেন যোগাসনের তীব্র লড়াই। ৩৪তম রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগীতায় অসামান্য দক্ষতা প্রদর্শন করে যোগ ভাস্কর নির্বাচিত হয়েছে সদর-বি এর সৌরভ ঘোষ এবং যোগা রত্ন এর শিরোপা দখল করে বিশালগড়ের পূজা বণিক। জয়নগরস্থিত ডঃ বি আর আম্বেদকর স্কুলে ৩৪তম রাজ্যভিত্তিক যোগাসনের সমাপ্তি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের

ক্রীড়ামন্ত্রী সহিদ চৌধুরী, উপস্থিত ছিলেন বিধায়ক আশিষ কুমার সাহা।
৩৪তম রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগীতার অন্তিম পদক তালিকা নিচে দেয়া হল।