৮৬ বছর বয়সী রশিয়ান নারী জয় করলেন আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ

rsআন্তর্জাতিক ডেস্ক ।। আঙ্গেলা ভারাভোবা। ৮৬ বছর বয়সী এই রশিয়ান এই নারী সম্প্রতি জয় করেছেন আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কিলিমানজারো।সমুদ্রপৃষ্ঠ হতে ৫,৮৯৫ মিটার উচ্চতার এই শৃঙ্গে উঠে নাম লিখিয়েছেন তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। এই অফুরান প্রাণশক্তির অধিকারী ভারাভোবার মুখোমুখি হয় রুশ সংবাদ মাধ্যম আরটি।
শ্বাসরুদ্ধকর সেই অভিযান নিয়ে ভারাভোবা বলেন, এটা ছিল দারুণ কঠিন এক কাজ। প্রথমদিন আমরা একটা বনের মধ্য দিয়ে পার হয়েছি। দ্বিতীয়দিন আমার কানে ঝা-ঝা শব্দ শুরু হয়। তৃতীয়দিনটা একেবারেই সহ্য করতে পারছিলাম না। আর আমি যখন কথা বলতে চেষ্টা করছিলাম তখন আমার কানে ব্যথা শুরু হয়। এ জন্য পুরো সপ্তাহ আমি ফিসফিস করে কথা বলেছি। আমি কিছু খেতেও পারছিলাম না।
শুধু ১ চামচ মধু চায়ের সঙ্গে মিশিয়ে খাচ্ছিলাম। সামনে এগুনোর জন্য আমার শক্তির দরকার ছিল। আবহাওয়া ছিল বিরূপ। গরম আর রোদ ছিল। আর যখন মেঘ করত- বৃষ্টিতে আমরা ভিজে একশা হয়ে যেতাম। কাপড়-চোপড়ের সবটাই ভিজে যেত। কিন্তু ফেরার কোনো উপায় ছিল না। যখন মানুষজন আমাকে জিজ্ঞাসা করে- কীভাবে আমি এ অভিযান শেষ করলাম? আমি তাদেরকে বলি মাঝপথে অভিযান থামিয়ে দেবার কোনো উপায় ছিল না। আমি বিশ্বাস করি যদি তুমি কোনো কিছু শুরু করো, তবে সেটা অবশ্যই শেষ করতে হবে। নিজের গড়া রেকর্ড নিয়ে তিনি বিনীতভাবে বলেন, কোনো রেকর্ড গড়বো এমনটা ভেবে পর্বতে ওঠার পরিকল্পনা আমি করিনি। আমি শুধু সেখানে ওঠার পরিকল্পনা নিয়েছি, আর সেটাই করেছি। আমার এখন একটা অদ্ভুৎ অনুভূতি হচ্ছে : এই যে আমি পাহাড় চূড়ায় উঠলাম, তাতে কী? কিন্তু সবাই এ থেকে একটা পুরো ঘটনা বানাচ্ছে। আমি সেদিকে তাকিয়ে দেখছি- আমি আসলেই একজন রেকর্ডধারী!

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*