মোদির সাথে নয়, একদিন আগেই ঢাকা যাচ্ছেন মমতা

mmtজাতীয় ডেস্ক ।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর শুরু হওয়ার একদিন আগেই, অর্থাৎ আগামী ৫ জুন ঢাকায় পৌঁছাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মোদির ঢাকাসফরের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বাংলাদেশে গেলেও, প্রকৃত অর্থে সফরসঙ্গী হচ্ছেন না তিনি।
আগামী ৬ জুন বাংলাদেশ সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি।
শনিবার কলকাতায় মমতা সাংবাদিকদের জানান, মোদির ঢাকা সফরের আগের দিন ৫ জুন বাংলাদেশে যাচ্ছেন তিনি। পরে সীমান্ত চুক্তি সই শেষে ৬ জুন সকালেই কলকাতায় ফিরে যাবেন তিনি।
ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে এই খবর।
প্রসঙ্গত, চার বছর আগে তৎকালীন কংগ্রেস দলীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরসঙ্গী হিসেবেও ঢাকায় যাওয়ার কথা ছিল মমতার। তবে শেষ মুহূর্তে নিজেকে তালিকা থেকে সরিয়ে নেন তিনি। তার আপত্তির কারণে তখন আটকে যায় বাংলাদেশ-ভারত তিস্তা পানি বন্টণ চুক্তি।
তবে এবার সব বাধা দূর হওয়ার পরই একসাথে না হলেও একই সফরের অংশ হিসেবে ঢাকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*