নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী ।। অক্সিলিয়াম গার্লস স্কুলের প্রিন্সিপাল সিস্টার সেলিন ডি কুনহার নেত্রীত্বে স্কুলের অষ্টম শ্রেণীর ৪৬জন ছাত্রী সোমবার সকাল ১১টায় রাজভবনে রাজ্যপালের সাথে সাক্ষাৎকারে মিলিত হয়। ছাত্রীদের অধীর আগ্রহ এবং শিক্ষামূলক ভ্রমন কর্মসূচীর অঙ্গ হিসেবে অক্সিলিয়াম গার্লস স্কুলের ছাত্রীরা রাজভবন পরিদর্শন করেন। রাজ্যপাল তথাগত রায় রাজভবনের দরবার হলে ছাত্রী সহ শিক্ষকদের সাথে এক সভায় মিলিত হন। সভার শুরুতেই স্কুলের পক্ষ থেকে ছাত্রীরা রাজ্যপালের হাতে পুষ্পস্তবক ও ম্যাগাজিন তুলে দেয়।