ক্যানসার কোষ ধ্বংস করতে পদ্ধতি

cnsস্বাস্থ্য ও সচেতনতা ডেস্ক ।। আপনারা সবাই অবগত, ক্যানসার একটি জটিল ব্যাধি, যার যথাযথ চিকিৎসা পদ্ধতি এখনো আবিষ্কার সম্ভব হয়নি। এটা শরীরের কোষকলার অস্বাভাবিক বৃদ্ধি ও বিকৃতি করে।
আসলে চিকিৎসা বিজ্ঞানীরা যে সফলতা এতদিন অর্জন করেছেন, তার বেশির ভাগই জীবাণুঘটিত রোগের ক্ষেত্রে। আবার ক্যানসারের প্রধান প্রতিষেধক পদ্ধতি মনে করা হয় কোমোথেরাপিকে, যা বর্তমানে ‘ভয়ংকর’ একটি পদ্ধতি হিসেবেও আলোচিত হচ্ছে। যদিও চিকিৎসাবিজ্ঞানীদের মতে, এই রোগের লক্ষণ প্রথমদিকে ধরা পড়লে মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব। তবে খুব ব্যয়বহুল হওয়ায় সাধারণ মানুষের কাছে এটা আকাশ কুসুম কল্পনার সমান।
ক্যানসার প্রতিরোধে চিকিৎসক ক্যারোলিনা অ্যান্ডারসন নতুন একটি পদ্ধতির কথা বলেছেন। প্রথমদিকে মানবদেহে ক্যানসার ধরা পড়লে এটা নিরাময় সম্ভব হবে। এমনিতেই এ পদ্ধতি ব্যবহার করলে চিরদিনের জন্য ক্যানসার ঝুঁকি থেকে রক্ষা পাবেন আপনি। অ্যান্ডারসনের লেখা একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২ হাজার বছর ধরে ভারতীয় লোকচিকিৎসায় এই পদ্ধতি ব্যবহার হয়ে আসছে। এর গুণাগুণ নিয়েও বিশ্বে ৫ হাজারের বেশি চিকিৎসা গবেষণা পরিচালিত হয়েছে।
বিশেষ এই উপাদানগুলোর মিশ্রণ প্রতিনিয়ত খেলে বেড়ে যাওয়া ক্যানসারের কোষ ধ্বংস হবে এবং আপনাকে সুস্থ করে তুলবে। বেশ কিছু বিশেষজ্ঞ জানিয়েছেন, এটা প্রাণঘাতী টিউমার সারাতেও দারুণ কাজে দেবে।

উপাদানসমূহ : এক টেবিল চামচ ঠাণ্ডা অলিভ ওয়েলের সঙ্গে এক টেবিল চামচের এক-চতুর্থাংশ গোল মরিচ, অর্ধেক চামচ আদার গুঁড়া ও অর্ধেক চামচ হলুদের গুঁড়া একটি বাটিতে নিয়ে ভালোভাবে মেশান। এটি খাবারের উপযোগী হলেও স্বাদ বিশ্রী। তাই এটাকে সুস্বাদু করতে সালাদ, মাংসের টুকরা, স্যুপ ও সিদ্ধ করা সবজি সঙ্গে নিতে পারেন। প্রয়োজন হলে কিছু দই মেশাতে পারেন। ক্যানসার প্রতিরোধের জন্য এ উপাদান দিনে একবার ও সাধারণ ক্যানসার কোষ ধ্বংস করতে দিনে তিন থেকে চারবার খেতে পারেন।
তথ্যসূত্র : হেলথহ্যান্ড ন্যাচারাল মেডিসিন ডটকম।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*